বিএসটিআই, খুলনা*
**মোবাইল কোর্ট**
স্থানঃ মহানগরী, খুলনা।
জরিমানাঃ ১৩,৫০০/-
অদ্য ২২.০৬.২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এবং খুলনা জেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত অভিযানে নিম্নোক্ত কার্য সম্পাদন করা হয়।
১. মেসার্স মেঘনা মডেল সার্ভিস সেন্টার, পাওয়ার হাউজ মোড়, খুলনা- কে প্রতি ১০ লিটার অকটেনে ৯০ মিলি লিটার, পেট্রোলে ৬৫ মিলি লিটার এবং ডিজেলে ১০০ মিলি লিটার কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৮,০০০/- টাকা জরিমানা করা হয়।
২. মেসার্স কেসিসি পেট্রোলিয়াম, পাওয়ার হাউজ মোড়, খুলনা- কে প্রতি ১০ লিটার অকটেনে ৫৫ মিলি লিটার, পেট্রোলে ৬০ মিলি লিটার এবং ডিজেলে ৮০ মিলি লিটার কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫,৫০০/- টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাজমুস সাকিব এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা জনাব হাফিজুর রহমান, পরিদর্শক (মেট) এবং জনাব রহিজ আহমেদ, পরীক্ষক (মেট) উক্ত ভ্রাম্যমান আদালতে দায়িত্ব পালন করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস