*বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা*
মোবাইল কোর্ট
(ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের মাননিয়ন্ত্রণ)
অদ্য ২৩.১০.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সাতক্ষীরা জেলা সদরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন,২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ( জ্বালানী তেল সরবরাহে পরিমাপে কম প্রদান করায়) একই আইনের ৪৬ ধারা অনুযায়ী
১। মেসার্স প্লাটিনাম ইউরেকা ফিলিং স্টেশন, পুরাতন সাতক্ষীরা, সদর, সাতক্ষীরা কে ৩০০০০ টাকা।
২। মোঃ মোজাহার আলী ফিলিং স্টেশন, সদর, সাতক্ষীরা কে ৫০০০টাকা
৩।মেসার্স এবি খান ফিলিং স্টেশন, সদর, সাতক্ষীরা কে ১০০০০ টাকা জরিমানা করা হয়।
৪। এবং সিএম লাইসেন্স না থাকায় শাপলা ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রনয় বিশ্বাস, প্রসিকিউটর হিসেবে বিএসটিআই'র কর্মকর্তা জনাব আলী হাসান , পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস