*বিএসটিআই, খুলনা *
(সার্ভিল্যান্স অভিযান)
অদ্য ০৯.০৯.২০২৪ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা কতৃক খুলনা জেলার ফুলতলা উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিন্মক্ত প্রতিষ্ঠান সমূহ পরিদর্শন করা হয়।
১।পদ্মা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দামোদর, ফুলতলা, খুলনা।
২। মেঘনা সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দামোদর, ফুলতলা, খুলনা।
৩। শাওন ট্রেডার্স, ফুলতলা, খুলনা।
৪। সাতক্ষীরা ঘোষ ডেয়ারী, ফুলতলা, খুলনা।
প্রতিষ্ঠান সমূহের ওজন ও পরিমাপ যন্ত্র ভেরিফিকেশন ও ক্যালিব্রেশন/ মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।
উক্ত অভিযান জনাব আলী হাসান, পরিদর্শক (মেট) এবং জনাব মো: আবু সিয়াম, পরিদর্শক ( মেট) এর সমন্বয়ে পরিচালিত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস