বিএসটিআই খুলনা
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ )
অদ্য ১০.০৯.২০২৪ খ্রি. তারিখে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্সের মাধ্যমে নিম্নে বর্ণিত প্রতিষ্ঠানসমুহকে সিএম লাইসেন্স গ্রহণ ও পণ্য মোড়কজাত নিবন্ধন গ্রহণের তাগিদ দেয়া হয়। প্রতিষ্ঠানের নাম ঠিকানা নিম্নরুপঃ
১) বাহাদুর ওয়াটার, শিরোমনি, খুলনা। (পণ্যঃ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার)
২) বিসমিল্লাহ ড্রিংকিং ওয়াটার, শিরোমনি, খুলনা। (পণ্যঃ প্যাকেজড ড্রিংকিং ওয়াটার)
৩) বাগাট দধি ঘর, শিরোমনি, খুলনা। (পণ্যঃ ফার্মেন্টেড মিল্ক)
৪) সাতক্ষীরা ভাগ্যকুল সুইটস, শিরোমনি, খুলনা। (পণ্যঃ ফার্মেন্টেড মিল্ক)
৫) মিঠাই ওয়ালা, শিরোমনি, খুলনা। (পণ্যঃ ফার্মেন্টেড মিল্ক)
জনাব মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে উক্ত অভিযানে প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম) ও প্রকৌঃ মোঃ হাফিজুর রহমান পরিদর্শক(মেট) অংশ গ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই, খুলনার এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস