অদ্য ১৭/৬/২০২৫ তারিখ বাগেরহাট জেলার মোল্যারহাট উপজেলায় নির্ধারিত মোবাইল কোর্ট পরিচালিত না হওয়ায় বর্ণিত স্থানে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' এর আওতায় একটি স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয় -
১। তালুকদার হলুদ মিল, মোল্লাহাট, বাগেরহাট নামক প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত হলুদ পণ্যের অনুকূলে সিএম সনদ ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ এবং তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ বিএসটিআই থেকে প্রতিবছর ভেরিফাই করানোর পরামর্শ প্রদান করা হয়।
২। খান বেকারী, মোল্লাহাট বাজার, মোল্লাহাট, বাগেরহাট নামক প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত পাউরুটি, কেক, বিস্কুট, মিষ্টি পণ্যের অনুকূলে সিএম সনদ ও পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ এবং তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ বিএসটিআই থেকে প্রতিবছর ভেরিফাই করানোর পরামর্শ প্রদান করা হয়।
৩। খুলনা কেক কর্নার, থানা রোড, মোল্লাহাট, বাগেরহাট নামক প্রতিষ্ঠানকে তাদের উৎপাদিত পাউরুটি, কেক, বিস্কুট পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ এবং তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ বিএসটিআই থেকে প্রতিবছর ভেরিফাই করানোর পরামর্শ প্রদান করা হয়।
৪। নিউ মাতৃ জুয়েলার্স এবং সর্দার জুয়েলার্স, হাসপাতাল রোড, মোল্লাহাট, বাগেরহাট নামক জুয়েলারি দোকানকে তাদের ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ বিএসটিআই থেকে প্রতিবছর ভেরিফাই করানোর পরামর্শ প্রদান করা হয়।
সেই সাথে মোল্লাহাট জুয়েলারি সমিতির সেক্রেটারি জনাব মমিন রহমান এর সাথে সাক্ষাৎ করে তাদের সমিতির আওতাধীন জুয়েলারী দোকান সমূহে ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ বিএসটিআই থেকে ভেরিফাই করানোর পরামর্শ প্রদান করা হয়।
৫। মায়ের দোয়া ফল ভান্ডার, শিকদার ফল ঘর এবং মান্নান ফল ভান্ডার, মোল্লাহাট, বাগেরহাট নামক ফলের দোকানে ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ চেক করা হয়।
সেই সাথে মোল্লাহাট বাজার সমিতির সেক্রেটারি জনাব রাঙ্গা সর্দার এর সাথে সাক্ষাৎ করে তার বাজার সমিতির আওতাধীন দোকান সমূহের ব্যবহৃত ডিজিটাল স্কেল সমূহ বিএসটিআই থেকে ভেরিফাই করানোর পরামর্শ প্রদান করা হয়।
৬। মা ফিলিং স্টেশন, মারফা, মোল্লাহাট, বাগেরহাট নামক পেট্রোল পাম্পে ব্যবহৃত ডিজেল, অকটেন এবং পেট্রোল এর ডিসপেন্সিং ইউনিট এর পরিমাপ যাচাই করা হয়। ডিজেল এবং অকটেন এর পরিমাপ সঠিক পাওয়া যায় তবে পেট্রোল এর পরিমাপ সঠিক না থাকায় বিএসটিআই থেকে পুনরায় সিল করানোর পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া তাদের ব্যবহৃত আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক এর ক্যালিব্রেশন সনদ না থাকায় বিএসটিআই থেকে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাঙ্ক ক্যালিব্রেশন করানোর পরামর্শ প্রদান করা হয়।
উক্ত স্কোয়াড অভিযানটি জনাব হাফিজুর রহমান, পরিদর্শক(মেট) এবং জনাব বিপ্লব কুমার, অফিস সহকারী এর সমন্বয়ে গঠিত একটি টিম কর্তৃক পরিচালনা করা হয়। জনস্বার্থে বিএসটিআই, খুলনার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস