অদ্য ১৩.০৭.২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই খুলনা কর্তৃক পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর মোংলা অয়েল ইন্সটলেশন এ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন( "vertical storage tank calibration by leser technology as per API MPMS chapter 2.2 and 2.2 D or ISO 7507 part-4 Methods " এ চলমান) কাজ পরিদর্শন করা হয়। নিউ নেটপ্রো সিস্টেম, চট্টগ্রাম এর পক্ষ হয়ে ইন্ডিয়ান একটি কনসাল্টেন্ট ফার্ম ক্যালিব্রেশন কাজ সম্পাদন করছেন। এবং বাংলাদেশ - ইন্ডিয়া মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্ট, রামপাল, বাগেরহাট এর একটি ওয়েব্রীজ এর ভেরিফিকেশন কাজ সম্পাদন করা হয়। উক্ত কাজ করেন জনাব আলী হাসান, পরিদর্শক ( মেট) এবং জনাব মোঃ রহিজ উদ্দিন, পরীক্ষক( মেট)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস