Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হেলমেট সপ্তাহ উপলক্ষে বিএসটিআই বিভাগীয় অফিস, খুলনা এর বিশেষ সার্ভিল্যান্স অভিযান।
বিস্তারিত

অদ্য ২৯০১-২০২৫ খ্রি: খুলনা মহানগরীতে হেলমেট বাজারজাতকারী নিন্মবর্ণিত প্রতিষ্ঠানসমূহে বিশেষ  সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়:


১। খুলনা মটরস, গোয়ালখালী, খালিশপুর, খুলনা। 


২। জসীম মটরস ওয়ার্কস, গোয়ালখালী, খালিশপুর, খুলনা।


৩। নুর মোহাম্মদ মটর পার্টস, গোয়ালখালী, খালিশপুর, খুলনা।


ইঞ্জিনিয়ার খালিদ রেজা চৌধুরী, উপপরিচালক (সিএম) এর নেতৃত্বে উক্ত অভিযানে অংশগ্রহণ  করেন  বিএসটিআই খুলনার কর্মকর্তা জনাব মনির হোসেন, সহকারী পরিচালক (সিএম), ও প্রকৌঃ মোঃ মাহমুদুল হাসান রানা, ফিল্ড অফিসার (সিএম)।


জনস্বার্থে বিএসটিআই খুলনার এ ধরণের অভিযান চলমান থাকবে।