*বিএসটিআই, খুলনা
*মোবাইল কোর্ট*
স্থানঃ সদর, চুয়াডাঙ্গা ।
২ টি প্রতিষ্ঠান সিলগালা।
অদ্য ০৪-০৪-২০২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন, চুয়াডাঙ্গা এর সমন্বয়ে এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত অভিযানে নিম্নেবর্ণিত কার্য সম্পাদন করা হয়।
১. লাইফ ড্রিংকিং ওয়াটার, বাগানপাড়া চুয়াডাঙ্গা প্রতিষ্ঠান বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতিত "প্যাকেজড ড্রিংকিং ওয়াটার" বিক্রয় বিতরণ করার অপরাধে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরযুক্ত পত্র সমেত সিলগালা করা হয়।
২। এক্যুয়াফ্রেশ ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, কোটপাড়া, চুয়াডাঙ্গা প্রতিষ্ঠান বিএসটিআই সিএম লাইসেন্স ব্যতিত "প্যাকেজড ড্রিংকিং ওয়াটার" বিক্রয় বিতরণ করার অপরাধে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরযুক্ত পত্র সমেত সিলগালা করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম ,সহকারী কমিশনার(ভূমি) এর নেতৃত্বে বিএসটিআই বিভাগীয় অফিস খুলনার কর্মকর্তা জনাব নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার ( সিএম) উক্ত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন । জনস্বার্থে বিএসটিআই খুলনার এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
ছবি
ফাইল
প্রকাশনের তারিখ
২০২৩-০৪-০৪
আর্কাইভ তারিখ
২০২৪-০৬-৩০