Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

এক নজরে

বিএসটিআই এর পরিচিতি:বিএসটিআই বাংলাদেশের জাতীয় মান সংস্থা।  বিএসটিআই দেশে উৎপাদিত এবং আমদানিকৃত যাবতীয় শিল্প পণ্য, খাদ্য পণ্য ও রাসায়নিক দ্রব্যের মান প্রণয়ন, নিয়ন্ত্রণ এবং মানের নিশ্চয়তা বিধানসহ সারাদেশে ওজন ও পরিমাপের মেট্রিক পদ্ধতি প্রচলন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে আসছে। ৩৩ সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল বিএসটিআই’র সর্বোচ্চ নীতিনির্ধারক বডি। শিল্প মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী কাউন্সিলের সভাপতি, মাননীয় প্রতিমন্ত্রী ও শিল্প সচিব সহ-সভাপতি এবং বিএসটিআই’র মহা-পরিচালক (যিনি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীও বটে) কমিটির সদস্য-সচিবের দায়িত্ব পালন করেন। বিএসটিআই ১৯৭৪ সাল থেকে আন্তর্জাতিক মান প্রণয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক মান সংস্থা এর পূর্ণ সদস্য হিসেবে অবদান রেখে যাচ্ছে। 

 

এ উপমহাদেশে জাতীয় মান সংস্থার পদচারণা শুরু হয়েছিল ১৯৪৬ সালে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউট (আইএসআই) স্থাপনের মাধ্যমে। ১৯৪৭ সালে উপনিবেশিক শাসনের অবসানের সুদীর্ঘ এক যুগেরও বেশী সময় পরে, ১৯৫৮ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে পাকিস্তান স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউট (পিএসআই) প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৯৫৬ সালে কলম্বো প্লানের অধীনে ঢাকায় সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (সিটিএল) প্রতিষ্ঠিত হয়েছিল। পাকিস্তান আমলে ঢাকায় পিএসআই এর অফিস প্রতিষ্ঠিত হয় ১৯৬৩ সালে। স্বাধীনতার পর বাংলাদেশে সিটিএল এবং বিডিএসআই (পূর্বের পিএসআই) দু’টি সংস্থা পৃথক সত্বা হিসেবে নিজ নিজ ক্ষেত্রে দায়িত্বরত থাকে।

 

 

১৬ মে ১৯৮৩ সালে তৎকালীন মন্ত্রীপরিষদ অধীনস্থ সরকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (সিটিএল) ও আধা-সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশন (বিডিএসআই) একীভূত করার সিদ্ধান্ত নেয়। ২৫ জুলাই, ১৯৮৫ খ্রিঃ তারিখে বাংলাদেশ সরকারের জারীকৃত এক অধ্যাদেশ বলে (যা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন অধ্যাদেশ ৩৭ নামে পরিচিত) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশন (বিডিএসআই) এবং সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরী (সিটিএল) কে একীভূত করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) গঠিত হয়। অতঃপর ১৯৯৫ সালে বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কৃষি পণ্য বিপণন ও শ্রেণীবিন্যাস পরিদপ্তরটিও বিএসটিআই’র সংগে একীভূত করা হয়। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিএসটিআই একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে এর উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে।

 

 

তৎকালীন আধা-সরকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইন্সটিটিউশন (বিডিএসআই) এর খুলনা বিভাগীয় অফিস হিসেবে ১ জুলাই, ১৯৮৩ খ্রিঃ তারিখে এর কার্যক্রম শুরু হয়। উক্ত সময়ে ওজন পরিমাপের সকল কর্মকান্ডে মেট্রিক পদ্ধতি বাস্তবায়নের কার্যক্রম পরিচালিত হয়। কৃষি পণ্য বিপণন ও শ্রেণীবিন্যাস পরিদপ্তরের একীভূত হওয়ার পর হতে নিজস্ব ভবনে বিএসটিআই’র অফিস স্থানান্তর করা হয়। একই সাথে পণ্যের মান নিয়ন্ত্রণের লক্ষ্যে সার্টিফিকেশন উইং এর কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ২০০০ সালের ১ জুলাই হতে পণ্য পরীক্ষণের লক্ষ্যে রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরী ও পদার্থ পরীক্ষণ ল্যাবরেটরী স্থাপনের মাধ্যমে পণ্য পরীক্ষণ সুবিধাদি সৃষ্টি করা হয়।

 

 

 

 

 

 

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)