Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তারিখঃ ১৭/০১/২৪ খ্রিঃ, মোবাইল কোর্ট, স্থান: আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা, জরিমানা: ১৪,০০০/-
বিস্তারিত

বিএসটিআই বিভাগীয়    অফিস,   

                 খুলনা। 

           * মোবাইল কোর্ট*

    অভিযুক্ত প্রতিষ্ঠান: ০৩ টি।

      জরিমানা: ১৪,০০০ টাকা।


অদ্য ১৭/০১/২০২৪ খ্রি. তারিখে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  জনাবা রেজওয়ানা নাহিদার নেতৃত্বে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন  ২০১৮" অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে নিম্নেবর্ণিত কার্য সম্পাদন করা হয়: 

১.জনকল্যাণ অয়েল মিল, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২(১)/৪৮ ধারায় ৩০০০ টাকা জরিমানা করা হয়।


২.মেসার্স আরজু ফুড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়।


৩. মেসার্স মণি ফুড প্রোডাক্টস, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৮,০০০ টাকা জরিমানা করা হয়।


জনাব মোঃ আবু সিয়াম, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, খুলনা উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/01/2024
আর্কাইভ তারিখ
01/01/2026